প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

মুন্সিগঞ্জে ভুয়া পান কবিরাজ

ইউ বি টিভি ডেস্ক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে শাহজালাল ভুয়া চিকিৎসা নামে পান কবিরাজি আড়াঁলে অকার্যকলাপ ব্যাবসার মাধ্যমে নিজ বাড়িতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাহজালাল এর বিরুদ্ধে।

অনুসন্ধানে সরজমিনে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ টু বিএনপির কৌশল পরিচয়ে তিনি রাজনৈতিক প্রভাবে দীর্ঘদিন যাবৎ আব্দুল মান্নান এর ছেলে শাহজালাল ভুয়া পান কবিরাজের নিজ বাড়িতে চিকিৎসার হাট বসিয়ে ঝাড়ফুঁক, তাবিজ-কবজ জ্বীন ছাড়ানোর নানাধরণের ইত্যাদি পাশা-পাশি অসাধু বাহিনী কিছু পালিত ফরহাদ রুবেল মাসুরা লিপ্ত কয়েকটি সাংবাদিকের ছত্রছায়ায় অকার্যকলাপের চলছে ভন্ড পান কবিরাজি খ্যাত।

তদন্ত সূত্রে জানা যায়, পুলিশের ধরাছোঁয়ার বাহিরে চিহ্নিত পান কবিরাজ শাহজালাল বলেন, আমার পকেটে ওসি ডিআইজি পরিচয়ে এমন প্রশ্নের সোর্সে বলেন আমার বিরুদ্ধে কোন ধরনের কমপ্লেন নেই বিনামূল্যে রোগীদের সমাজ সেবক হিসেবে চিকিৎসা দিয়ে থাকি এবং আদালত কোনো কিছুই আমার বিরুদ্ধে করতে পারবে না এবং দাড়াতেও হবে না আইনের মুখে।

এছাড়াও ইতিপূর্বে সাংবাদিকের উপর হামলা করার ভয়ভীতি হুমকি ধামকির ঘটনায় আনিসুর রহমান বাদী হয়ে ভুয়া পান কবিরাজ শাহজালাল এর বিরুদ্ধে একটি মুন্সিগঞ্জ জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কয়েকটি মামলা দায়ের করা হয়।

এবিষয়ে সিরাজদিখান থানার তদন্ত ওসি হাবিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে মামলা ও রয়েছে এটাও জানি যদি আপনাদের সাথে কোন খারাপ আচরণ করে থাকলেও তদন্ত সাপেক্ষে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন