প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

কালিদাস ও পাহালিয়া নদীর মাঝে নাইলন জাল বসানোর জন্য ৪ জনের কারাদণ্ড

মশি উদ দৌলা রুবেল ফেনী

ফেনীর ছনুয়া ইউনিয়ন এর কালিদাস ও পাহালিয়া নদীর মাঝামাঝি নাইলন জাল বসিয়ে পানি ও মাছের গতিপথ ও অবাধ চলাচল আটকানোর জন্য ভ্রাম্যমাণ আদালত ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড করেন।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।১২ তারিখ সকালে ফেনীর ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় এলাকায় কালিদাস-পাহালিয়া নদীর মাঝামাঝি ফিক্সড নাইলন জাল বসিয়ে মাছের গতিপথ ও অবাধ চলাচল বন্ধ করে জনসাধারণের স্বার্থকে এককভাবে ভোগ করার অপপ্রয়াসের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চারজনের প্রত্যেককে দন্ডবিধি,১৮৬০ অনুযায়ী প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ১০০০ টাকা ও বাকী তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।পরে জালটি অবৈধ হওয়ায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন দেশ ও জনগণের শএুদের কেন ছাড় নেই সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে।এই সময় অভিযানে ফেনী সদর উপজেলা মৎস কর্মকর্তা উজ্জ্বল বণিক বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন যে কোন অবৈধ এবং অপরাধ দমনে ফেনী জেলা প্রশাসনকে সহায়তা করতে সকলের প্রতি আহবান জানান।

 

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন