
অনেক আগেই বিএনপি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া চিঠিতে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনার এবং ফ্যাসিবাদী রাজনীতির অবসানের দাবি জানিয়েছিল। বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ।
স্যার এই কথাটা যদি দুই দিন আগে বলতেন ,
সবাই মিলে বলতেন ,
মিডিয়াতে বলতেন ,
মিছিল মিটিং করে বলতেন ,
বার বার বলতেন ,
আজ আপনাদের অবস্থানটা কোথায় থাকত ?
গ্রহণযোগ্যতাটা কোথায় থাকত ?
একবার ভেবে দেখবেন !
কিভাবে সুযোগ নষ্ট করেন আপনারা !
জনাব তারেক রহমান লন্ডনে ,
উনাকে আপনারা কি বলেন
আর কি বুঝান , আল্লাহ জানে !
মাঠে না থেকে
গোল হওয়ার পর
যদি বলেন ,
এভাবে গোল দেয়ার জন্য আপনারা বলেছিলেন !
তাহলে খেলোয়াড় দাবী করা যাবে ?
এভাবে মেসী , নেইমার , হামজা চৌধুরী হওয়া যাবে ?
আপনার অন্য নেতারা তো এখনও এ বিষয় নিয়ে
ভিন্ন মত দিচ্ছেন , যেমন গায়েস্বর রায় , ফজলু স্যার , এনি স্যার , দুদু সার …..
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে বিএনপির কথার সঙ্গে তা মিলে গেছে। বিএনপিসহ সব রাজনৈতিক দলকে ডাক দিয়ে সরকার যদি আলোচনা করত তাহলে বহু আগেই এ নিষ্পত্তি হতে পারত।