
মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের খাড়া কান্দি ও আশপাশের চরাঞ্চলে সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের একমাত্র রাস্তাটি এখন কাদা ও গর্তে ভরা। বর্ষা মৌসুমে সমস্যাটি আরও ভয়াবহ রূপ নেয়, ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তাটির বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্টদের বহুবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একজন বাসিন্দা বলেন, “একটু বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে যায়। স্কুলে যাওয়া তো দূরের কথা, রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায় না। এ যেন আমাদের প্রতিদিনের যুদ্ধ।”
অপর এক কৃষক বলেন, “আমাদের ফসল বাজারে নিতে পারি না, গাড়ি আসে না, মানুষ হাঁটতে পারে না। রাস্তা ছাড়া সব কিছুই আছে।”
এ বিষয়ে স্থানীয় মেম্বার আইয়ুব আলী বলেন, “রাস্তাটি দীর্ঘদিন সংস্কার হয়নি, সেটা সত্যি। আমি নিজেও বিষয়টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকৌশলী অফিসে জানিয়েছি। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে। এলাকাবাসীর কষ্ট আমি বুঝি, চেষ্টা করছি যাতে দ্রুত সমাধান হয়।”
এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।