প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

মুহুরীগঞ্জে ছিনতাইকারী আটক-২

মশি উদ দৌলা রুবেল ফেনী

ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দুই ছিনতাইকারী আটক,এলাকাবাসীর ধাওয়া।ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে সিএনজি চালকবেশী দুই ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করেছে এলাকাবাসী।রবিবার সকাল ১১টার দিকে দক্ষিণ কুহুমা হাজারিপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরী ব্রিজ এলাকায় এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে পালিয়ে যাচ্ছিল তারা।পরে ওই নারী পেছনের সিএনজিতে উঠে তাদের অনুসরণ করে এবং মুহুরীগঞ্জে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ধাওয়া দেয়।প্রায় ৫ কিলোমিটার ধাওয়া দিয়ে দুই জনকে ধরে ফেলে এলাকা বাসী।আটকরা হলেন ছাগলনাইয়া পূর্ব পাঠাননগরের মোশারফ হোসেন শাহিন ও মেহেদী হাসান।তাদের সঙ্গে থাকা ইসমাইল নামে আরেকজন পালিয়ে যায়।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ জানায়,আটকরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে মাদক ও উদ্ধার করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।

 

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন