প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

রিয়া’র এবার বলিউড যাত্রা!

ইউ বি টিভি ডেস্ক

পার বাংলা কলকাতার শোবিজে রিয়া গাঙ্গুলী বেশ পরিচিত মুখ। সুন্দরী এই গ্ল্যামারাস অভিনেত্রী বাংলাদেশী সুপারস্টার শাকিব খানের সঙ্গেও অভিনয় করেছেন। গেলো ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ছবিতে শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এরপর সোজা বলিউডে পা রাখলেন তিনি। গেলো বছর অর্থাৎ ২০২৪ এ নানা ঝড় বয়ে গেছে টলিউড অভিনেত্রী রিয়া গাঙ্গুলী’র জীবনে। তবে সব কিছুর মধ্যেও নিজের দুই সন্তানকে সামলে কাজের হাত ধরে এগিয়ে গিয়েছেন সামনের দিকে।
জানা গেছে, শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ ছবিতে ইধিকা পালের বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন রিয়া। ওপার বাংলায় ছোট পর্দার পরিচিত মুখ হলেও রিয়া কাজের পরিধি বাড়িয়েছেন নিজের চেষ্টায়। প্রথমে কলকাতা, পরে বাংলাদেশ, এবার সোজা বলিউডে পাড়ি জমালেন এই অভিনেত্রী।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে রিয়া নিজেই ভাগ করে নিয়েছেন তার নতুন পথ চলার সুখবর। ‘রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট’ এর ব্যানারে আসছে হিন্দি ছবি ‘বিহান’। এটি পরিচালনা করবেন ধীরাজ কুমার। ছবিটি নারীশক্তির গল্প বলবে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া। এই মুহূর্তে তিনি ছবিটির শুটিং করছেন। কলকাতার একটি গণমাধ্যমকে রিয়া বলেন, দীর্ঘ ১৫ বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছেছি।
অনেকের মাঝেই কানাঘুষা, বলিউডে পাড়ি দিয়ে কি তবে টলিউডে আর কাজ করবেন না রিয়া ? জানা যাচ্ছে, দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করতে চান অভিনেত্রী। এই মুহূর্তে নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান ভালো কাজের তাগিদে।
রিয়া কিন্তু এখানেই থেমে নেই। বাংলাদেশ, বলিউডের পর তাকে দেখা যাবে বাংলা ছবিতেও‌! জিৎ চক্রবর্তীর আগামী ছবি ‘লটারি জিন্দাবাদ।’ এতে খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্তসহ অনেকেই থাকছেন। কৌতুকধর্মী এই ছবিতে রিয়া জবরদস্ত পুলিশ অফিসার। বাইকে চড়া, অ্যাকশন দৃশ্য – সবকিছুই থাকবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন