প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

পাবনায় গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজিবুল করিম রোমিও

জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে ০১(এক) কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি এর নেতৃত্বে গত ১০/০৫/২০২৫ খ্রিঃ ২২:০৫ ঘটিকায় এসআই(নিঃ) এ.কে.এম রাসেল সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার আতাইকুলা থানাধীন আতাইকুলা সাকিনস্থ তিনমাথা মোড় সংলগ্ন নূরানী কিন্ডার গার্টেন এন্ড মাদ্রাসা মাঠের পাশে হাকিমের তিনমাথা হইতে গোরস্থান মাদ্রাসা গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১।মোঃ হাসমত আলী (৩৮), পিতা-ইউনুস আলী, মাতা-হাসিনা খাতুন, সাং-আতাইকুলা পশ্চিমপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনা, ২। মোঃ জয়নাল আবেদীন (৪০), পিতা-মৃত আদিল খাঁ, মাতা-লাইলী খাতুন, সাং-আতাইকুলা পশ্চিমপাড়া, থানা- আতাইকুলা, জেলা- পাবনাদ্বয়কে মাদকদ্রব্য ০১(এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আতাইকুলা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন