
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, লেখক ও গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১০ মে) রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন।
রোববার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের প্যারেড ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ভোলার চরফ্যাশনে জন্ম নেওয়া ওবায়েদুল্লাহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করেন। পরে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার এবং সর্বশেষ পরিচালক পদে দায়িত্বে ছিলেন।
একজন মোটিভেশনাল স্পিকার ও সাহিত্য পৃষ্ঠপোষক হিসেবে তিনি পরিচিত ছিলেন। মাসিক অঙ্গীকার ডাইজেস্ট ও হুইল বিজনেস ম্যাগাজিন–এর সম্পাদকীয় দায়িত্ব পালন করেন। তার জনপ্রিয় বইয়ের মধ্যে রয়েছে তরুণ তোমার জন্য ও স্বপ্নের ঠিকানা।
তার মৃত্যুতে ইসলামী ছাত্রশিবির শোক প্রকাশ করে বলেছে— ‘তিনি আমৃত্যু দ্বিনি আন্দোলনে মেধা ও শ্রম বিলিয়ে গেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।’ (আমিন)