
কিছু কথা কখনোই বলা হয়নি হতে পারে সেই সুযোগটাই কখনো হয়ে ওঠেনি যাকে বলতে চেয়েছিলাম তার কাছে অবিরত শুনতে হয় মানিয়ে নিলাম নিজেকে।
বহতা নদী, আমরা সকলেই দেখি জোয়ার ভাটায় ঢেউয়ে ঢেউয়ে মাঝে মাঝে রাক্ষসী রূপ ধারণ করে ভাঙা গড়ার খেলায় মেতে উঠে।
পদ্মার বুকে কত শত বাড়িঘর ভেঙে নিয়েছিল ঠিক হিসাব নেই। সে পদ্মার বুকেও এখন চড় জেগেছে ।
সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন ঘটে আর সেটা শুধুমাত্র মানুষের পক্ষেই সম্ভব। কিন্তু আমি কেন পারি না নিজেকে পরিবর্তন করতে সময়ের সঙ্গে মানিয়ে নিতে কেন আজও ৯০ দশকের মত কুসংস্কারের মাঝে পড়ে আছে।