প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

যদি এমন হতো

ইউ বি টিভি ডেস্ক

আত্না থেকে আত্নায় ম্যাসেজ পাঠানো যেত, তবে এই আত্না থেকে আমার কলিজার টুকরা আমার সবটুকু শ্রদ্ধা যাদের চরণে উৎসর্গ হয় প্রতিনিয়ত আমার বাবা ও মায়ের আত্নায় একটি ম্যাসেজ পাঠিয়ে তাদেরকে বলতাম তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে জান্নাতে, আমি যেন জান্নাতে যেতে পারি, আমাকে তোমাদের সাথে জান্নাতে রাখার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করিও যেন তোমাদের সাথে থাকতে পারি চিরকাল । পৃথিবীতে তোমাদেরকে ছাড়া থাকা বিশাল কষ্ট সবকিছুই আছে শুধু বুকের মধ্যে কোথায় যেন প্রতিমুহূর্ত হাহাকার করে যেন কিছুই নেই সম্পূর্ণ বুকটাই যেন আমার একটা মরুভূমি এক ফোঁটা পানি নেই সেখানে, ফেটে চৌচির ।। তোমাদেরকে অনেক ভালবাসি আব্বু আম্মু তোমাদের চেহারাটা মুখটা মায়ের শাড়ির আঁচলটা চোখের সামনে শুধু ভাসে কতদিন কতদিন তোমাদেরকে দেখি না কিভাবে সহ্য করে থাকি । হে মহান আল্লাহ হে আমার জীবন আমার মৃত্যুর মালিক আমার শ্রদ্ধেয় পিতা-মাতাকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করেন তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ছোট বড় সকল গুনাহ মাফ করে তাদেরকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা করে দিন । আমিন

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন