প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

ফেনীতে আনসারী ট্যুরস এন্ড হজ্জ কাফেলার হজ প্রশিক্ষণ কর্মশালা

মশি উদ দৌলা রুবেল ফেনী

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,লাব্বাইক লা-শারিকালাকা লাব্বাইক,এই তালবিয়াকে সামনে রেখে আনসারী ট্যুরস এন্ড হজ্জ কাফেলার আয়োজনে বুধবার (৭মে)দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।ফেনী শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস সংলগ্ন নবাবী ফুড লাভার্স রেস্টুরেন্টে প্রায় ১শ জন হজ যাত্রীর অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।হজে যাওয়া যাত্রীরা তাদের এই যাত্রাকে সহজ,সুন্দর ও বিশুদ্ধ করতেই এই আয়োজন।দিনব্যাপী এই কর্মশালায় মাওলানা আব্দুল হান্নান খন্দকারের সঞ্চালনায়, আনসারী ট্যুর এন্ড হজ্ব কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন আনসারী সভাপতিত্বে হজের ধারাবাহিক বর্ণনা ও মাসায়েল এবং হজ্বের নিয়মায়াবলী সম্পর্কে ধারণা দেন ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতনের প্রধান মৌলভী মাওলানা আবুল হাসনাত,এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,মুফাসসের কুরআন মুফতি আব্দুল হান্নান,বসুরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ,ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদের হেলালী,মনির উদ্দিন দারোগা বাড়ি জামে মসজিদের খতিব সাইফুল ইসলাম বিন মোজাদ্দিদি,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক জিল্লুল্লাহীল বাকী আফলাতুন,নজরুল ইসলাম কামরুল সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন