
ময়মনসিংহের কোতোয়ালী থানার পরানগঞ্জ ইউপির ছাতিয়ান তলা বাসিন্দা ও বঙ্গ সংবাদ পত্রিকার কার্ডধারী সাংবাদিক মাহমুদুল্লাহ রিয়াদ এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এক নারী সাংবাদিক।
ভুক্তভোগী ওই নারী সাংবাদিক এ ব্যাপারে শনিবার ৩রা মে দুপুরে কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাহমুদুল্লাহ রিয়াদ ওই নারীকে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে নানান কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সাম্প্রতিক এর নারী সাংবাদিককের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। গত শুক্রবার ২রা দুপুরে ফেসবুকে ফেক আইডির মাধ্যমে ওই নারীর সাংবাদিকতার স্বামীর ছবি দিয়ে পোস্ট করেন।
পোস্টটি ওই নারীর সাংবাদিকের নজরে আসলে সে তার সাথে যোগাযোগ করে, মোবাইল ফোনের মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদ তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং ধর্ষণের হুমকি দেয়।