প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

হতাশ শান্ত

ইউ বি টিভি ডেস্ক

আগের দিনের নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে কানপুরের গ্রিন পার্কে আজ (শনিবার) দ্বিতীয় দিন খেলা শুরুর সময় আধঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে আজ খেলা মাঠেই গড়ায়নি। সকাল থেকেই কানপুরের আকাশে বৃষ্টি ছিল। পুরো মাঠই ঢেকে রাখা হয়েছিল কাভারে। খেলা শুরু হওয়ার সময় কিংবা মাঠ পর্যবেক্ষণের অবস্থাও ছিল না সেখানে। পরবর্তীতে দুপুরে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বিসিবির পাঠানো এক ভিডিওতে এমন পরিস্থিতি নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। এরপর থেকেই বন্ধ। আজ সারাদিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগত।’

খেলা শুরু হলে দল ভালো অবস্থানে যেতে পারে বলে আশা বাংলাদেশ অধিনায়কের, ‘আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে, ব্যাটিংয়ে শুরুটাও ভালো হয়েছিল। এখনও ভালোই আছে। আমি বলব না যে খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেক ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দুটি বড় জুটি হয়, তাহলে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারব। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমি বলব আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি।’

প্রথমদিন বৃষ্টিতে খেলা থামার আগপর্যন্ত বাংলাদেশ মাত্র ৩৫ ওভার ব্যাট করেছে। যেখানে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৭ রান। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম। অপর অপরাজিত ব্যাটার মুমিনুল হকের সংগ্রহ ৪০ রান। দারুণ শুরুর পরও এদিন ইনিংস বড় করতে পারেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩১)। ওপেনার সাদমান ইসলামের ব্যাটে এসেছে ২৪ রান।

 

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন