
নিজস্ব প্রতিবেদক, উজ্জ্বল বাংলাদেশ : জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” র সম্পাদক রাজিবুল করিম রোমিও র স্ত্রীকে ফোনে উতক্ত করছে অটোচালক শরীফ, এমনটাই অভিযোগ করেন উজ্জ্বল বাংলাদেশ র সম্পাদকের স্ত্রী মোছা: রেশমা সরকার।
জানা যায়, গত ২১ শে এপ্রিল, রোজ সোমবার, রাত থেকে প্রতিদিন রাতে অভিযোগকারীর মোবাইলে কল দিয়ে উতক্ত করে আসছে পাবনার জেলার ভাংগুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের অটোচালক শরীফ।
উজ্জ্বল বাংলাদেশ র সম্পাদকের স্ত্রী, মোছা: রেশমা সরকার সাংবাদিকদের বলেন, গত ২১ শে এপ্রিল, রোজ সোমবার, দুপুরে শরীফের বোরাকে আমি আমার নানা বাড়িতে যাই। সেদিন রাত থেকে প্রতিদিন রাতে সে বারবার আমার মোবাইলে কল দিয়ে আমাকে নানা ভাবে উতক্ত করে এবং নানাবিধ হুমকি ও দেয়। আমি আজ ২৭ শে এপ্রিল রোজ রবিবার, আমার স্বামীর বাসায় এসে, আমার স্বামীকে, শরীফের উতক্ত করার কথা বিস্তারিত জানাই।
এই বিষয়ে অভিযুক্ত শরীফের মুঠো ফোনে, কল দিলে সে মোছা: রেশমা সরকারকে প্রতিরাতে কল করার কথা অস্বীকার করেন।
কিন্তু উজ্জ্বল বাংলাদেশ র সম্পাদক রাজিবুল করিম রোমিও, জিপি এপস থেকে শরীফের কলের বিস্তারিত প্রতিবেদন সাংবাদিকদের নিকট উপস্থাপন করেন।
এই বিষয়ে উজ্জ্বল বাংলাদেশ র সম্পাদক রাজিবুল করিম রোমিও, সাংবাদিকদের নিকট বলেন, শরীফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সার্বিক প্রস্তুতি চলছে।
যেহেতু বিষয় টা স্পর্শকাতর, সেহেতু এই বিষয়ে আগামীতে বিস্তারিত সংবাদ প্রকাশ করা হবে।