প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে যা বলছেন রিশাদ

ইউ বি টিভি ডেস্ক

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সমতা আনার লক্ষ্যে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে তারা। টেস্ট সিরিজ শেষ হলেই মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন রিশাদ হোসেন।

শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার এই ক্রিকেটার। এ সময় রিশাদ বলেন, ‘ভারত তো সবসময় ভালো দল। মনে হয় টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত। ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। আশা করি আমরা সিরিজ জিতে আসব, ইনশাআল্লাহ। প্রস্তুতিও ওইভাবেই হচ্ছে। আমরা কেউ মনে করছি না সিরিজ জিততে পারব না। ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতে আসব।’

নিজের পারফরম্যান্সের ওপরই নজর দিচ্ছেন রিশাদ, ‘আমরা ওইভাবেই অনুশীলন করছি এবং উইকেট তো আমাদের হাতে নেই। যে পরিস্থিতি বা উইকেট আসুক আমাদেরকে মানিয়ে নিয়ে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে। আমরা ওই প্রস্তুতি নিচ্ছি যে কন্ডিশনই আসুক না কেন আমরা যেন ওইখানে পারফর্ম করতে পারি।’

ভারত সিরিজেই এখন লক্ষ্য রিশাদের, ‘যেটা বিশ্বকাপে গেছে সেটা তো আর ফিরে আসবে না। চেষ্টা করব ওইটার চেয়ে ভালো কিভাবে করা যায়। প্রস্তুতি চলছে সামনে যেহেতু ভারত সিরিজ আছে।’

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন