প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ফেনী পৌরসভার উদ্যোগে দমদমা খাল খনন ও পরিষ্কার কার্যক্রম এর উদ্ভোদন

মশি উদ দৌলা রুবেল ফেনী

ফেনী পৌরসভার উদ্যোগে আজ শুভ উদ্বোধন করা হলো দমদমা খাল খনন ও পরিস্কার কার্যক্রম।বর্ষা মৌসুম কে সামনে রেখে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে ফেনী পৌরসভার উদ্যোগে খাল খনন ও পরিস্কার কার্যক্রম চলমান রয়েছে।এর অংশ হিসাবে আজ শুক্রবার(২৫ এপ্রিল ২০২৫ইং)ফেনী পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ডের বালিকা বিদ্যা নিকেতন থেকে খাল খনন ও পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হলো।এই কার্যক্রম উদ্বোধন করেন ফেনী জেলার মাননীয় প্রশাসক,ফেনী এঁর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃইসমাঈল হোসেন,এবং ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন সহ এলাকার সেচ্ছাসেবী সংগঠন জোনাকী এর নেতৃবৃন্দ।ফেনী পৌরসভার কনজার্ভেন্সি শাখা ও প্রকৌশলী শাখার যৌথ পরিচালনায় খাল পরিস্কার কার্যক্রম চলছে। উল্লেখ্য,খাল সংস্কার কার্যক্রমে জেলা প্রশাসন-ফেনী সার্বক্ষণিক তদারকি করছে এবং ফেনী পৌরসভার পাশাপাশি জেলা প্রশাসন ফেনীও সহযোগিতা প্রদান করছে।সম্মানিত পৌরবাসীকে এই পরিস্কার পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান ফেনী জেলা প্রশাসন ও ফেনী পৌর প্রসাশন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন