প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

হলিউডের সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

ইউ বি টিভি ডেস্ক

বলিউড গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক তারকা। নিয়মিতই তিনি কাজ করেন হলিউডে। আবারও ইংরেজি ভাষার নতুন সিনেমায় যোগ দিচ্ছেন তিনি। এবার তাকে দেখা যাবে কমেডি ঘরানার গল্পে। জনপ্রিয় পরিচালক নিকোলাস স্টোলার এটি পরিচালনা করবেন।

আমাজন এমজিএম স্টুডিওস প্রযোজিত সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা মাইকেল পেনা। এর আগে ছবির প্রধান চরিত্রে ঘোষণা করা হয়েছিল উইল ফেরেল ও জ্যাক এফ্রনের নাম।

প্রাক্তন ‘জাজমেন্ট ডে’ শিরোনামের এই সিনেমার গল্প এক তরুণ আসামিকে ঘিরে। যিনি কারাগার থেকে বেরিয়ে একটি টিভি কোর্টরুম শো-তে হামলা চালান। কারণ তিনি মনে করেন বিচারক তার জীবন ধ্বংস করে দিয়েছে। তিনি অবিচারের শিকার। ছবিতে প্রিয়াঙ্কার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তার উপস্থিতি এই স্টার-স্টাডেড কমেডিতে বাড়তি আকর্ষণ যোগ করবে বলে আলোচনা হচ্ছে। ছবিতে আরও রয়েছেন রেজিনা হল, জিমি ট্যাট্রো ও বিলি আইচনার।

‘সিটাডেল’ নামক অ্যাকশন সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করে হলিউডের নির্মাতা ও প্রযোজকদের নজর কাড়েন প্রিয়াঙ্কা। এরপর থেকে নিয়মিতই কাজ করছেন তিনি। প্রিয়াঙ্কাকে আরও বেশ কিছু চমক জাগানিয়া কাজে দেখা যাবে। সেগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ব্লাফ’ এবং ‘হেডস অব স্টেট’। এগুলোতে তিনি জন সিনা ও ইদ্রিস এলবার সঙ্গে অভিনয় করেছেন।

এদিকে আলোচনা চলছে ‘বাহুবলী’ ছবির নির্মাতা এসএস রাজামৌলির সিনেমায় কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখানে তার সঙ্গে দেখা যাবে দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশ বাবুকে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন