প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

এক মহীয়সী নারীর মানবতা

কক্সবাজার থেকে: কামরুন তানিয়া

কক্সবাজার থেকে: কামরুন তানিয়া

আজ এক মহীয়সী নারীর পরিচয় আপনাদের সামনে উপস্থিত তুলে ধরছি আমিও একজন নারী হয়ে। যার কথা না বললে নয়, তিনি হলেন কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত চাকরি উপজেলার ভুলাহাজারা ৬ নং ওয়ার্ডের মরহুম সচিব মছিহুদ দ্দৌল্লাহ চৌধুরী এর সহধর্মিণী, নাম ফাতেমা বেগম রানী। তিনি তাঁর প্রতিষ্ঠিত “রানীর রান্না ঘর” প্রতিষ্ঠান তৈরি করে নারী জাগরণের অগ্রণী ভূমিকার সহিত নারী উদ্যোক্তা হিসেবে একাধিক সম্মাননা পান।

তিনি ২০২২ সালে শ্রেষ্ঠ জয়িতা রুপে এ-ওয়ার্ড লাভ করেন স্বনামধন্য উই পরিবারের পক্ষ থেকে। তিনি বিভিন্ন ভাবে মানবিক গুণাবলির অধিকারীনি হিসেবে বিভিন্ন সময় খ্যাতাব লাভ করেন।

ফাতেমা রাণী নিজ দায়িত্বে এতিম, অসহায় পথ শিশু লালন পালন করেন।বিবাহ যোগ্য হলে তিনি নিজ একাগ্রতায় নিজ অর্থায়নে বিবাহ দেন।এমন করে প্রায় পাঁচ জন এতিম মেয়েকে বিয়ে দেন।তার মধ্যে গতকাল তথ১৪/০৪/২০২৫ ইং তারিখে বাংলা ১৪৩২ সনে বিয়ে দেন এক তরুণীর।

তিনি তাদেরকে স্বাবলম্বী করার জন্য হাতের কাজ থেকে শুরু করে তথা সেলাই শিখিয়েছেন, বিভিন্ন প্রকার হাতের কাজ। পাশাপাশি পড়ালেখা শিখিয়েছেন। এরপরে সম্মানিত ভাবে বিবাহর ব্যবস্থা করেছেন।তিনি হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর একজন মানবাধিকার সংস্থার কর্মীও।সে একাধিক গুণে গুণান্বিত মহীয়সী নারী।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন