
লোহাগাড়া, চট্টগ্রাম – আধুনগর গুল-এ জ্বার বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শিক্ষার্থীদের উত্তম ফলাফল ও ভবিষ্যৎ সফলতার জন্য প্রার্থনা করা হয়।
এছাড়াও, বিভিন্ন শ্রেণির মেধাবী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে তাদের স্মৃতির কথা তুলে ধরেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।