প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

প্রিয় অন্তরতমা..

ইউ বি টিভি ডেস্ক

প্রিয় অন্তরতমা..
কেমন আছেন আপনি?
যদি বলি এই ভাঙ্গনের যুগে এসেও আমি আপনাকে দূর থেকে ভালোবাসি? যদি বলি আপনাকে আমি রোজ অনুভব করি আপনাকে নিয়ে কল্পনা করি তাহলে কেমন লাগবে আপনার?
জানেন, আপনার ওই মায়াবী মুখের হাসি দেখার জন্য আমি শত অজুহাত তৈরি করতেও রাজি যা আপনাকে কখনো জানানো হবে না।
আচ্ছা, মায়া আপনি কি আমার আকাশ হবেন? যেকোনো সময় এবেলা সে বেলায় আপনাকে দেখব।জানেন,কাউকে ভালোবাসা যায় খুব সহজেই কিন্তু আগলে রাখা যায় না। সবাই আগলে রাখতে পারে না। আর হ্যাঁ আমি চাই না আমি ছাড়া অন্য কেউ আপনার মায়ায় পড়ুক।
এই যে মায়া শুনুন, আপনার হাত ধরে দূর পযন্ত হাঁটার ইচ্ছে হয়। অন্ধকার রাতে খোলা আকাশের নিচে বসে শাল গায়ে,হাতে চায়ের কাপ নিয়ে পাশাপাশি বসে গল্প করতে ইচ্ছে হয়।
মায়া,আপনার কি কখনো ঘুরতে যেতে ইচ্ছে হয় এক কাপ চা টং দোকান একসাথে বই ঘুরে ফিরে দেখা।
তারপর একটা বই কিনে দেওয়ার আবদার। আর সঙ্গে চুড়ি কিনতে যাবার আবদার টুকু তো থেকেই যায়। মায়া,আপনি কি একান্ত আমার হবেন, আপনি কি আমাকে বেশি না এক মুঠোভরতি ভালোবাসা দিবেন? বলুন মায়া দিবেন কি আমাকে একটুখানি ভালোবাসা।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন