প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সত্য চির সুন্দর

গোলাম মোস্তফা

অত:পর সত্য চির সুন্দর। সত্য-ন্যায়ের জয় নিশ্চিত। আমাদের সংবাদ সম্মেলন শেষ হওয়ার সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অফিসে ডেকে নেন আমাদের।
অতি মানবিকতার সহিত আমাকে বলেন ‘ উনার ডিপার্টমেন্টাল শাস্তি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। মানুষ ভুল করলে আমাদের দায়িত্ব তাকে বুঝিয়ে ভুল ভাঙানো, তার সাথে খারাপ আচারণ করে নয়। আপনার আর কোন অভিযোগ রয়ে গেল কি?
আমি বলি আলহামদুল্লিাহ, আমার প্রতি যে অন্যায় হয়েছে, তার বিচার পেয়ে গেছি।’
সব পেশাতেই যথেষ্ট ভাল মানুষ রয়েছেন, দুই-চারজন খারাপ মানুষও আছেন। মহান আল্লাহর রহমত, মানুষের দোয়ায় আমি টিকে আছি।
আমি চির কৃতজ্ঞ প্রিয় সহকর্মীদের কাছে, কৃতজ্ঞ ডিপার্টমেন্টের মানবিক অফিসারদের প্রতি।
আমরা অন্যের ক্ষতি না করি, নিজে ক্ষতিগ্রস্ত না হই। দোয়া রইল সব মানুষের জন্য।
(আপনাদের গোলাম মোস্তফা)

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন