
দক্ষিণ চট্টগ্রামের সড়কগুলোতে লবণবাহী ট্রাকের কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, রাতে এসব ট্রাক চলাচলের সময় লবণের পানি রাস্তায় ছড়িয়ে পড়ে, ফলে সড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে একের পর এক দুর্ঘটনা।
বিশেষ করে বাঁশখালী, আনোয়ারা, চকরিয়া ও পটিয়ার প্রধান সড়কগুলোতে লবণবাহী ট্রাক চলাচলের সময় দুর্ঘটনার হার বেড়েছে। স্থানীয় চালকরা বলছেন, রাত নামলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায়, যা ব্রেক কষতে সমস্যা তৈরি করে এবং অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হয়।
সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এ প্রসঙ্গে এক পরিবহন চালক বলেন, “রাতের বেলায় রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। লবণের পানি পড়ে স্লিপারি হয়ে গেলে ট্রাক ও অন্যান্য যানবাহনের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যায়।”
স্থানীয়দের দাবি, সড়কে লবণের পানি পড়া বন্ধে ট্রাক মালিকদের আরও দায়িত্বশীল হতে হবে এবং প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।
প্রশাসনের পদক্ষেপ কী?
এ বিষয়ে দক্ষিণ চট্টগ্রামের এক ট্রাফিক কর্মকর্তা বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। লবণবাহী ট্রাকগুলোর জন্য বিশেষ নিয়ম-কানুন প্রণয়ন এবং তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।”
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।