প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মাদারীপুর পুরান বাজার বড় মসজিদের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড

মাদারীপুর জেলা প্রতিনিধি শেখ জায়েদ

পুরান বাজার, বড় মসজিদ সংলগ্ন,পুর্ব পাশের বাড়ি থেকে বৃহস্পতিবার রাত ৩:৩৫ মি. সময় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ২০টির মতো দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা এবং ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।

স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে যে আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এ সময় জামায়াতের জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, পৌর আমীর ডাক্তার আলমগীর হোসাইন, পৌর নায়েবে আমীর আব্দুর রহিম মোল্লাসহ জামায়াতের স্থানীয় অনেক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।

এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন এবং দাতব্য সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন