প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

চাকরি হারালেন ছাব্বিশ হাজার শিক্ষক

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ সকালেই ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সঞ্জীব খান্না র কলমের খোঁচায় চাকরি হারালেন ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকা। পশ্চিম বাংলা সরকারের 2016, সালের এস এস সি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছিল নির্ভুল ও অস্বচ্ছতা মধ্যে দিয়ে। এবং অর্থনৈতিক ভাবে লেনদেন শুরু হয় চাকরি প্রার্থীদের। এবং বহু ক্ষেত্রে অসফল চাকরি প্রার্থীরা টাকা পয়সা র বিনিময়ে চাকরি নিয়োগ পেয়েছেন। সেক্ষেত্রে বহু সফল চাকরি প্রার্থীরা চাকরি পাননি। এবং অবৈধ ভাবে চারা চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী অভিষেক গঙ্গোপাধ্যায় কাছে আবেদন করেন। সাবেক বিচারপতি শ্রী অভিষেক গঙ্গোপাধ্যায় সেই 2016, সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কে অনিয়ম ও অস্বচ্ছতা মধ্যে দিয়ে হয়েছে বলে রায় দেয়। তার ফলে বহু চাকরি প্রার্থীরা চাকরি হারাতে বসে। এবং সফল চাকরি প্রার্থীরা চাকরি শুরু করে। কিন্তু এই ঘটনার পর চাকরি হারা প্রার্থীরা এবং বহু সফল চাকরি প্রার্থীরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আপিল করে। এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো নিয়োগ প্রক্রিয়া টি বাতিল করে দেন। এরপর ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাছে আবেদন করে। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের শুনানি শেষে আজ নির্দেশ দিয়েছেন যে 2016, সালের এস এস সি পরীক্ষা প্রক্রিয়া টি বেআইনি। এবং বহুক্ষেত্রে অসফল চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন। এবং সফল চাকরি প্রার্থীরা চাকরি পাননি। এই চাকরি কেলেঙ্কারি ফাঁস হয়ে বর্তমানে, পশ্চিম বাংলা সরকারের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল হাজতে রয়েছে। সেই বহু সরকারি আমলা ও বিধায়ক কে জেলহাজতে পাঠানো হয়েছে।আজ সকালে পশ্চিম বাংলার 2016, সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া টি বাতিল করে দেন। এবং সাথে সাথেই একজন প্রতিবন্ধী চাকরি প্রার্থী বাদে সকল চাকরি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করে দেন।এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষক ও শিক্ষিকা মিলে মোট ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকা চাকরি হারাতে বসেছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন