প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ভেড়ামারায় শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট এর উদ্যোগে যাকাতের টাকায় গরু বিতরণ

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সকাল ১০ ঘটিকার সময় শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট এর উদ্যোগে যাকাতের টাকায় গরু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের চেয়ারপার্সন ফেরদৌসী বেগম ডলি।

উক্ত গরু ২ টা ফারাকপুর নিবাসী নাজির উদ্দিন নাজির ও মনিরুল ইসলাম মনির হাতে তুলে দেন উক্ত ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফেরদৌসী বেগম ডলি ও কৃষিবিদ আয়ুব হোসেন খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ট্রাস্টের উপদেষ্টা কৃষিবিদ আইয়ুব হোসেন খান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা সমিতি, ঢাকা’র মহাসচিব, এস.পি মেহেদী হাসান সুমন, পশুপালন কর্মকর্তা হাবিবুর রহমান । এ সময়ে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা,দৈনিক অপোরাধ প্রকাশের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক লিটন উজ্জামান, সাবেক কমিশনার আতাউর রহমান নায়েব, ,তৌহিদুল ইসলাম, শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের সহ-সভাপতি জাহেদ আহমেদ ও কোষাধ্যক্ষ শাহেদ আহমেদ গামাসহহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন ভেড়ামারা আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান অধ্যক্ষ/প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইস্কেন্দার আলী।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন