রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯ তম জন্মবার্ষিকী আজ

ইউ বি টিভি ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯ তম জন্মবার্ষিকী আজ। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধল আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম ইব্রাহীম আলী ও মা নাইওরজান। দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলে বেলা থেকেই। বাউল সম্রাটের প্রেরণা তার স্ত্রী, যাকে তিনি আদর করে ‘সরলা’ নামে ডাকতেন। তার রচিত গান দেশের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে ।
‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি’ ‘বন্দে মায়া লাগাইছে’, ‘বসন্ত বাতাসে সই গো’, আগে কি সুন্দর দিন কাটাইতামসহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার শাহ আবদুল করিম ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন