রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের পুজা মন্ডবে শেষ প্রতিমা তৈরীর কাজ

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শারদীয় দূর্গা উৎসব, চাঁপাইনবাবগঞ্জের পুজা মন্ডব গুলোতে শেষ হয়েছে প্রতিমা তৈরীর কাজ। এখন চলছে শেষ সময়ে প্রস্তুতি, দিনরাত এক করে কাজ করছেন প্রতিমাশিল্পীরা। তাদের নিপুন হাতের ছোয়ায় পূর্ণতা পাচ্ছে প্রতিটি প্রতিমা। চাঁপাইনবাবগঞ্জে এবার ১৫৬ টি পুজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পুজা।

শুরু হয়ে গেছে শারদীয় দূর্গা উৎসবের ক্ষণগননা। সনাতন ধর্মালম্বীদের সবেচেয়ে বড় এ উৎসবকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের মন্ডপ গুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অধিকাংশ মন্ডপেই শেষ কয়েছে প্রতিমা তৈরীর কাজ। এখন প্রতিমা শিল্পীরা রং আচড়ে ফুটিয়ে তুলছেন প্রতিমা গুলোকে। অন্যদিকে মন্ডপ সাজানো সহ অনান্য কাজও চলছে জোরেসরে। এবারের শারদীয় দূর্গা উৎসব, শান্তিপূর্ন ভাবেই শেষ হবে এমনটায় আশাবাদ জানিয়েছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

শারদীয় দূর্গা উৎসবের নিরাপত্তায় প্রতিটি পন্ডপে জেলা পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে সবধরনের প্রস্তুতি। এদিকে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে থাকা পুজামন্ডপের নিরাপত্তায় অনান্য বাহিনীর পাশাপাশি দ্বায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জে এবার ১৫৬ টি পুজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পুজা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন