মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ইন্ডিয়ায় রামগিরির উস্কানিমূলক কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন মুসলিম মজলিস। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুর জেলা স্কুলের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
মানববন্ধনে সচেতন মুসলিম মজলিস এর আহ্বায়ক মোঃ আশিক ইমাম বলেন, মহানবীর (সা.) বিরুদ্ধে ইন্ডিয়ায় রামগিরির উস্কানিমূলক কটুক্তির করায় তার বিচার দাবী করি। মাঝে মাঝেই একশ্রেণির লোকজন এমন জঘন্যতম কাজ করছে। এটা এক ধরনের ষড়যন্ত্র। এদেরকে বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাড. আব্দুর রাজ্জাক লাবু, এস এম খুশরু আলম, পাভেল হোসাইন সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন ।
মানববন্ধনে ধর্মীয় আলোচক মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম এরশাদী বলেন, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” উনার মুবারক শানে মানহানীকারী পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, তার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতেই হবে। এধরনের আপত্তিকর মন্তব্য কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই আমরা ভারত সরকারের কাছে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। রাসুল (সা:) কে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার দাবি করেন। ভারতের হিন্দু পুরোহিত ও ক্ষমতাসীন বিজেপি সংসদ সদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বক্তরা।
