রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর উপর কিশোরগ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন

মকবুল হোসেন ময়মনসিংহ

ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র অবস্থিত মহারাজা রোড এলাকায় ঐতিহ্যবাহী মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সামিউল হাসান সিফাতকে হত্যার উদ্দেশ্যে হামলা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং কিশোরগ্যাং মুক্ত শিক্ষাঙ্গনের দাবীতে সচেতন অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ ৬ অক্টোবর রবিবার দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

তার পূর্বে প্রধান শিক্ষক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থী সামিউল হাসান সিফাতের মা শান্তনা সরকার শেলী অচিরেই হামলাকারী কিশোরগ্যাংদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শান্তি দাবী করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম স্মারকলিপি গ্রহণের পর সকলের উদ্দেশ্যে বলেন হামলাকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধনে ও স্মারকলিপি প্রদান কালে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন