সিরাজগঞ্জের তাড়াশে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে ১৫ দিন ধরে অরুদ্ধ করে রাখা হয়েছে দু’টি পরিবারকে। ফলে ওই দু’টি পরিবারের স্কুলগামী ছেলে-মেয়েসহ অন্যান্য লোকজন একান্ত প্রয়োজনীয় কাজেও বাড়ির বাইরে যেতে পারছে না। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের উপর সিলোট গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাইফুল ইসলামের নামে আইনুল হক মিথ্যা মামলা দায়ের করলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। খলিলুর রহমান ও আব্দুল জলিল চাচাতো ভাই সাইফুলে পক্ষ অবলম্বন করে। এরই জের ধরে আইনুল তার ভাই ওর্য়াড আ’লীগের সভাপতি জয়নুলের পরামর্শে বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবেশি খলিলুর রহমান ও আব্দুল জলিল পরিবারকে অবরুদ্ধ করে। বিষয়টি একাদিকবার গ্রামে সালীশ বৈঠক হলেও তারা ওই দুই প্রতিবেশি পরিবারকে মুক্ত করে দেয়নি।
এ ব্যাপরে অবরুদ্ধ পরিবার প্রধান খলিলুর রহমান বলেন, আইনুল আমার চাচাতো ভাই সাইফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে আমার সাইফুলের পক্ষ অবলম্বন করি। এতে ক্ষীপ্ত হয়ে আইনুল আমাদের দ্’ুটি পরিবারকে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ রেখেছে। পরিবারের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। আমরাও একান্ত প্রয়োজনীয় কাজেও বাড়ির বাইরে যেতে পারছি না।
এ প্রসঙ্গে আইনুল হক বলেন, আমার জায়গার উপর দিয়ে ওদের চলাচলের পথ। সে পথ আমি বেড়া দিয়ে বন্ধ করেছি। এতে কার বাপের কি ? আমি বেড়া উঠাবো না।
তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নাজির উদ্দিন বলেন, ঘটনা স্থলে গ্রাম পুলিশ প্রধানকে পাঠিয়েছি। উভয় পক্ষকে নিয়ে সমস্য সমাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তাড়াশ থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, অবরুদ্ধ থাকা পরিবারের বিয়ষটি নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
