সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্র বিরোধী নাশকতা ও হত্যা মামলার আসামি কামালের পাসপোর্ট জব্দ ও গ্রেফতারের নির্দেশ

স্টাফ রিপোর্টার

রাষ্ট্র বিরোধী নাশকতা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চিহিৃত অপরাধী কামাল প্রধান এর পাসপোর্ট জব্দ হচ্ছে। বাটপার কামাল যেন বিদেশে পালিয়ে যেতে না পারে এবং দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে ইতিমধ্যে পলাতক আসামি কামাল কে গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতারক আবুল প্রধানের ছেলে কামাল প্রধানের নানার বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার এখলাশপুর রামদাসপুর গ্রাম আর দাদার বাড়ি নবরকান্দী গ্রামে। নারী কেলেঙ্কারি, ভুমিদস্যুতা, চাঁদাবাজী ও মামলাবাজী সহ বিভিন্ন অপকর্মের কারণে চাঁদপুর থেকে বিতারিত হয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বাগবাড়ি এলাকায় জাল দলিল সৃজন করে এক গরীব অসহায় ব্যক্তির জমি দখল করে বসবাস শুরু করে। সেখানেও অসামাজিক কার্যকলাপ চালিয়ে এলাকায় কুলাঙ্গার হিসেবে আখ্যায়িত হলে শশুর বাড়ি কেরানীগঞ্জের ব্রামনগাও কোন্ডা এলাকায় পলাতক জীবন যাপন শুরু করে। তারপরও থেমে থাকেনি কামালের অপরাধমূলক কর্মকাণ্ড।একে একে ২২ মামলার আসামি হয়। কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হয়। এরমধ্যে আত্মগোপনে চলে যায় ফতুল্লা থানার ভুইয়ারবাগ এলাকায়। পুলিশ অভিযানে কয়েকবার গণধোলাই খেয়ে গ্রেফতার হয়ে জেল হাজতবাস করে।

ডান্ডাবেরী পড়া ভয়ানক আসামি কামাল প্রধান জামিনে বেরিয়ে আর কোন উপায়ন্তর না পেয়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাজার রোড এলাকায় আত্মগোপনে রয়েছেন। সেখানে থেকে বিভিন্ন ফেসবুকে ফেক আইডি খুলে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে অপপ্রচার চালিয়ে ব্লাক মেইলিং করছে। এব্যাপারে নারায়ণগঞ্জের ডিসি এসপি সহ বিভিন্ন থানায় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কামালের অপকর্মের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। এবার আর রক্ষা নাই কামাল প্রধানের। আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষতিগ্রস্ত মানুষরা পলাতক কামাল প্রধান কে খুঁজে বেরাচ্ছে। ধরতে পারলে ভয়াবহ পরিণতি বহন করতে হবে এই টাউট কে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন