রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে জনসাধারণের অধিকার ৩৮ দফা বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন । এই মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এনামুল হক, আহ্বায়ক, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি। মাহফুজুল হাসনাইন হিকোল, সদস্য সচিব, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি। অশোক কুমার সাহা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফন্ট, রাজশাহী মহানগর ও সভাপতি, রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতি। অচিন্ত্য বিশ্বাস সান্তুু, সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট, রাজশাহী মহানগর। অ্যাডভোকেট টিটু, সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই আন্দোলন, রাজশাহী জেলা। ড. মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক, রাজশাহী জেলা। ইঞ্জিঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক, ভাসানী পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী স্বার্থ ও সংরক্ষণ কমিটি। অ্যাডভোকেট জামশেদ আলী, সেক্রেটারি, রাজশাহী আইনজীবী সমিতি সহ প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন নেস্কোর ভূতরে চার্জ বর্তমানে মানুষের গলারকাটা হয়ে দাঁড়িয়েছে। তাই নেসকোর এসব অযাচিত বিভিন্ন চার্জের নামে জনসাধারণের নিকট হতে টাকা লুটপাটের যে ফাঁদ তৈরি করেছে তা শীঘ্রই বাতিল করতে হবে। এছাড়া নেতৃবৃন্দ বলেন রাজশাহী শান্তির শহর ও শিক্ষানগরী হিসেবে সারা বিশ্বে পরিচিত কিন্তু এই শহর আর শান্তির শহর নাই এখন ছিনতাই, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য পরিণত হয়েছে। গত ৫ আগস্টের পর সংস্কারের নাম করে রাজশাহী শহরের বিভাগীয় অফিসগুলোতে ঘুষ বাণিজ্যের মাধ্যমে অযোগ্য ও অপদার্থ লোকগুলোকে অফিস প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে যা আমাদের জন্য খুবই অপমানজনক। আমরা নগরবাসী এসব সমস্যা সহ জনগণের কষ্ট দূরীকরণে আমরা ৩৮ দফা দাবী পেশ করেছি তা অচিরেই বাস্তবায়ন করতে হবে। আর আমাদের এ দাবিগুলো যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা পুরো রাজশাহী শহরে ঘেরাও কর্মসূচি গ্রহণ করবো। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।
