জাকের আলীর মানসিক শক্তির প্রশংসায় আশরাফুল!
টি-টোয়েন্টি দলের বিশেষ অনুশীলনের দ্বিতীয় দিনে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানালেন—
👉 জাকের আলী অনিক দুর্দান্ত প্র্যাকটিস করছে
👉 ম্যাচ সুযোগ কম পেলেও খেলছে মেরিট অনুযায়ী
👉 মানসিকভাবে খুবই শক্তিশালী ও স্বাভাবিকভাবেই পারফর্মার
আশরাফুলের বিশ্বাস—
🌟 বিপিএলেই ছন্দে ফিরবেন জাকের!
নোয়াখালী এক্সপ্রেসে আছেন কোচ সুজন ভাই, যিনি জাকেরকে খুব ভালোভাবে চেনেন। তাই এবার বড় রানে ফিরবে জাকের—এমনটাই আশা সবার!
