রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

কেন হঠাৎ এমন পোস্ট?

ইউ বি টিভি ডেস্ক

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের নতুন ছবির একটি লুক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু সুহানা খান। অনন্যাকে ট্যাগ করে সুহানা লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমি খুব অবসেসড।’ পোস্টটি প্রকাশের পর দুই তারকার বন্ধুত্ব নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।
অনন্যার আসন্ন ছবি ‘তু মেরি, ম্যায় তেরা’–র একটি ফটো শেয়ার করেন সুহানা। ছবিটিতে অনন্যাকে বেশ সাহসী লুকে দেখা যায়। প্রকাশিত পোস্টে সে কারণেই নতুন করে নজর কেড়েছে অনন্যার স্টাইল ও সাজসজ্জা।
তবে সেই ছবিতে অনন্যাকে দেখা যায়, রোদে পুড়ে তামাটে রঙ হওয়ার মতো অবস্থা! অনন্যাকে এমন অবস্থায় দেখে নেটিজেনরা আলোচনাও শুরু করেছিল ব্যাপক। পাশাপাশি কার্তিক আরিয়ানের সঙ্গে সাম্প্রতিক এক ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পরও তিনি আলোচনায় ছিলেন।
এরপরই সুহানার পোস্ট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুকে প্রশংসা করেই লিখলেন এমন আবেগী কথা। নেটিজেনদের অনুমান, সুহানা হয়তো অনন্যার পাশে দাঁড়াতেই এটি করেছেন। সেই সঙ্গে উঠে এলো অনন্যা–সুহানার ঘনিষ্ঠতাও।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন