নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা আলমের আনা অভিযোগগুলোকে একেবারে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। জাহানারা আলম দল থেকে বাদ পরার কারণে ব্যাক্তিগত রেশ ধরে নারী ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বলে জ্যোতি জানিয়েছেন। এদিকে সব নারী ক্রিকেটার ও তার উপর মানুষের অপ্রীতিকর ধারণা করার জন্য অঝোরে কান্না করে সব দোষ জাহানারা আলমকে দায়ি করেছেন।
এ ইন্টারভিউ দেখে নারী ক্রিকেটার রুমানা ইসলাম ফেসবুকের পোস্টের মাধ্যমে নিগার সুলতানা জ্যোতিকে মায়া কান্না করতে নিষেধ করেছেন। এবং তার অভ্যন্তরীণ আসল ঘটনা প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছেন। জ্যোতি তাদের জুনিয়র হওয়ার স্বত্তেও ম্যানেজমেন্টের সাথে হাত মিলিয়ে সিনিয়রদের অনেক অত্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন রমানা।
এদিকে বিসিবির তদন্ত কমিটি জাহানারা ইস্যু নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিসিবি তদন্ত প্রকাশ করলে বাকি বৃত্তান্ত হয়তো আরো জানা যাবে। তবে বিসিবি কতটুকু ভ্যালিড তদন্ত প্রকাশ করতে পারবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের ব্যাপক সন্দেহ রয়েছে।
