চলো আমরা প্রেমে পড়ি,
নীল জলে নৌকা ভাসাই।
অসীম সীমাহীন দূরত্বে,
শুধু তুমি আমি।
আমার প্রতীক্ষা শেষ হয় না
তোমার সময়ের দড়িতে টান পড়ে না।
স্বপ্নেরা পরাজিত–
অভিমান অবহেলায়,
বাসনাগুলো নীরবতার শিকলে বন্দি।
চলো প্রেমে পড়ি —
মৌনতায় আবদ্ধ স্বপ্নগুলো
মুখরতায় মুখরিত করি।
হাত ধরো —
চলো পথের শেষ প্রান্তে
শেষ চুম্বনে শেষ আলিঙ্গন করি।
