১৭ নভেম্বর চাটমোহর নতুন বাজারে সব্জির দাম চড়া-ক্রেতারা হতাশ। বাজার ঘুরে
সব্জি ব্যবসায়ীদের সাথে আলাপ করে আজকের
খুচরা সব্জির দর যা জানতে পারলাম- তার কয়েকটি উ্ল্লেখ করলাম-
// পালন শাক ৬০/- টাকা কেজি।
// লাল শাক ৬০/- টাকা কেজি।
// মূলা ৪০/- টাকা কেজি।
// ফুল কপি ৮০/- টাকা কেজি।
// পাতা কপি ৭০/- টাকা কেজি।
// বেগুন ১০০/- টাকা কেজি।
// গাজর ১২০/- টাকা কেজি।
// পটল ৮০/- টাকা কেজি।
// করলা ১২০/- টাকা কেজি।
// কাঁচকলা ২০/- টাকা হালি।
// কাঁচা মরিচ ১৪০/- টাকা কেজি।
// আলু ২৫/- টাকা কেজি।
// মিস্টি কুমড়া ৪০/- টাকা কেজি।
// পিয়াজ ১০০/- টাকা কেজি।
// রসৃন ১০০/- টাকা কেজি।
// ঝিঙে ৬০/- টাকা কেজি।
// ধুমা ৬০/- টাকা কেজি।
// লাউ প্রতিটা ৪০-৫০/- টাকা।
// লেবু ৮০ /- টাকা কেজি।
// বটবটি-৭০/- টাকা কেজি।
বাজারে সব্জি আমদানী কম এবং পাইকারি দর বেশী। আন্দোলন ও পরিবহন সমস্যার কারনে আমদানী কম এবং বৈরি আবহাওয়ার কারণে গুর জাতের সব্জি চাষ কম হওয়ার কারনে সবাজির বাজার চড়া।তবে তবে দোকান ভেদে সাব্জির দাম ৫/- টাকা থেকে ১০/- টাকা কমবেশি লক্ষ্য করা গেছে।কেউ কেউ দোকানদারদের কারসাজি ও সিন্ডিকেট কে দায়ী করছেন।অপরদিকে ব্যবসায়ীরা সব্জির গুনগত মানের কারনে দর বা দাম কম- বেশী হয় বলে জানান।
