রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ভূরুঙ্গামারীতে নাশকতার উস্কানির অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনা ও উস্কানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে সদর ইউনিয়নের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম (৪০)। তিনি বাগভান্ডার গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রবিবার (১৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাকে আটক করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “নাশকতার পরিকল্পনা ও উস্কানিমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।”

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন