হোসেনপুর উপজেলা পৌর সদর এলাকার দ্বীপেশ্বর মৌজার ১ নং খাস খতিয়ানের ৭২ নং দাগে ২.৬২ শতাংশ সরকারি খাস জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) হোসেনপুর পৌর এলাকার উক্ত স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন হোসেনপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ জানান, সরকারি খাস জমি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
