রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

আত্মগোপনের পর প্রকাশ্যে আসা প্রথম আওয়ামী লীগ নেতা সুনামগঞ্জে

শোয়েব হোসেন

আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবার সুনামগঞ্জে কোনো আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন। কোরবাননগর ইউনিয়ন পরিষদের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মো. শামছু উদ্দিন এবার হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর সুনামগঞ্জের বহু নেতাকর্মী আত্মগোপনে চলে যান বা বিদেশে পাড়ি জমান। কেউ কেউ ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিও হন। এ পরিস্থিতিতে দীর্ঘদিন নীরব থাকা আওয়ামী নেতাদের মধ্যে শামছু উদ্দিনই প্রথম প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রমে নেমেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে তিনি একটি বই লাইব্রেরির এজেন্ট হিসেবে কাজ করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নিজের পরিচিতি পুনরুদ্ধারের কৌশল হিসেবেই তিনি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।

এ খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা ও বিতর্ক। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনসান মিঞা বলেন,

> “আমি শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত। কে কোন দলের তা আমার বিষয় নয়। সকল অভিভাবক আমার কাছে সমান। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রিজাইডিং অফিসার।”

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান,

> “কোনো রাজনৈতিক দলের নেতা স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করব।”

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. শামছু উদ্দিনের কাছে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন