সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

এক বেদনাময় আর্তনাদ, এক আশার আহ্বান

Rubina

আমার স্বপ্নের সোনার বাংলা আজ কোথায় যেন হারিয়ে যাচ্ছে।
মানুষের মাঝে হারিয়ে যাচ্ছে ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতা।

যে মাটিতে কবিগুরু লিখেছিলেন—
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,”
যে দেশে জীবনানন্দ রচনা করেছিলেন তাঁর অমর “রূপসী বাংলা,”
সেই রূপসী বাংলাই আজ ক্ষত-বিক্ষত, রক্তে রাঙা।

রাজপথে হাহাকার, সন্ত্রাসে নিভে যায় প্রাণ,
ভাইয়ে ভাইয়ে হানাহানি, মায়ের কোল ভরে শোকে।
এই কি সেই সোনার দেশ—
যার নামে কবিতা লেখা হয়েছিল গর্বভরে?

বিমানবন্দর থেকে সদরঘাট,
গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কলকারখানা—
সবখানেই আজ আগুনের গন্ধ, ধোঁয়ার ছায়া।
কারখানার চিমনি থেকে উড়ে আসা বিষাক্ত ধোঁয়া
জল, বায়ু, হৃদয়—সবকিছুই দগ্ধ করে যায়।
যেদিকে তাকাই—ছাই, ছাই, শুধু ছাই।
মানুষ আছে, কিন্তু মনুষ্যত্ব কোথায়?

ভাটিয়ালি গান এখন আর শোনা যায় না,
মল্লারা আর পাল তুলে নৌকা ভাসায় না।
পদ্মা-মেঘনা এখনও বয়,
তবে মন নদী শুকিয়ে গেছে—
জোয়ার আছে, কিন্তু হৃদয়ের ভাটায় জল নেই।
ভালোবাসাও এখন অফলাইনে গেলেই হারিয়ে যায় অথৈ সাগরে।

আমি চাই—
আবার ফিরুক সেই সোনার বাংলা,
যেখানে শিশুর হাসিতে ভরে উঠবে সকাল,
যেখানে মানুষ মানুষের জন্য কাঁদবে,
অপরের ব্যথায় ব্যথিত হবে নিজের প্রাণ।

আমি চাই—
রূপসী বাংলা আবার জেগে উঠুক,
ভালোবাসার আগুনে পুড়ুক ঘৃণার মুখোশ,
মানুষ হোক মানবিক, হৃদয় হোক স্বর্ণসম।
এই দেশ—এই মাটি—
হোক পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম রূপসী বাংলা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন