সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বাগবাড়িতে চিকিৎসা সেবা পেল ৭ হাজার মানুষ

মুহাম্মাদ আবু মুসা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বগুড়া গাবতলীর বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৭ হাজার নারী পুরুষ ফ্রি চিকিৎসা ও ঔষধ পেয়েছেন। শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। বিকেলে ওই কলেজ মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যোগ দিয়ে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন (ভার্চুয়াল) ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রখ্যাত কার্ডিওলজিস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জুবাইদা রহমান। সকালে চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ আলমগীর পাভেল, বগুড়া ড্যাব এর সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপি’র সভাপতি মোর্শেদ মিলটন, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, ডাঃ মোনারুল কাদির বিটু প্রমুখ।
প্রোগ্রামটি সফল করতে সহযোগিতা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, আশিকুর রহমান সুজন, জোবাইদুর রহমান তালুকদার গামা, জাহেদুর রহমান তালুকদার বিপ্লব, জাহিদুর রহমান তালুকদার দিপুসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন