ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেলে বর্ণাঢ্য রিকশা মার্কার গণসংযোগ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উলামায়ে কেরাম, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই মিছিলটি এক সময় বিশাল রাজনৈতিক সমাবেশে রূপ নেয়। দলীয় মনোনীত প্রার্থী ও ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
শতাধিক মোটরবাইক, একাধিক মাইক্রোবাস ও পিকআপে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ভালুকার প্রধান প্রধান সড়ক ‘রিকশা মার্কা’র জয়ধ্বনি ও ইসলামি রাষ্ট্রব্যবস্থার পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিলটি ভালুকা কোর্ট ভবন থেকে শুরু হয়ে ভরাডোবা, বাসস্ট্যান্ড, উপজেলা মোড়, সিড্সটোর, মাষ্টারবাড়ি, থানার মোড় ও ভালুকা বাজার প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট ভবনে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
অনুষ্ঠান শেষে হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খান বলেন, “ভালুকার জনগণ আজ প্রমাণ করেছে, তারা ইসলামি আদর্শের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, এই ঐক্যই হবে খেলাফত প্রতিষ্ঠার প্রেরণা।”
উল্লেখ্য, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে আসন্ন নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের ‘রিকশা মার্কা’র পক্ষে জনমত গঠনের অংশ হিসেবেই এ গণসংযোগ কর্মসূচি আয়োজন করা হয়।
