মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

পাইকগাছার সোলাদানা ইউপিতে টাইফয়েড ক্যাম্পেইনের উদ্বোধন করেন এস.এম. এনামুল হক

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে মাসব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এস.এম. এনামুল হক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ।
মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, মো. ইসরাফিল মোড়ল, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন