রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী আড়ানী ডিগ্রী কলেজে গভর্নিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কলেজ প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে বিকেলে ভোটগণনা সম্পন্ন হয়।
নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শামসুল ইসলাম বাবুল (প্রতীক: দেয়াল ঘড়ি) ১২০ ভোট, আবদুর রশিদ (প্রতীক: টেবিল ফ্যান) ১০৩ ভোট এবং শামসুল ইসলাম (প্রতীক: ফুটবল) ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন।
অন্যদিকে পরাজিত প্রার্থীরা হলেন— সামসুজ্জোহা (প্রতীক: গোলাপ ফুল) ৭১ ভোট, জালাল উদ্দিন (বই) ৫৮ ভোট, আসাদুল ইসলাম (গ্লাস) ৩৯ ভোট, শহিদুল ইসলাম (দোয়াত) ২৪ ভোট এবং আনোয়ার হোসেন (কলম) ১৭ ভোট।
নির্বাচনে একজন অভিভাবক তিনটি করে ভোট প্রদান করেন। মোট ভোটার সংখ্যা ছিল ২০২ জন। ভোটগ্রহণে দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক-কর্মচারীরা এবং প্রার্থীদের সমর্থকরা সার্বিক সহযোগিতা করেন।
ভোটগ্রহণ চলাকালীন কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আড়ানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন আক্তার বলেন, “নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, প্রার্থী এবং ভোটারদের আন্তরিক সহযোগিতায় কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ করতে পেরেছি।”
স্থানীয়রা জানান, কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচনটি এলাকায় যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছিল। নির্বাচনের মাধ্যমে অভিভাবক প্রতিনিধিদের অংশগ্রহণে কলেজ পরিচালনা পর্ষদ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।
