রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

নয়নের জল

রুবিনা

ভুলে গিয়েছো হয়তো আজ এই দিনটির কথা
বছর দশেক আগে গোধূলির শেষ লগ্নে সেই মেঠোপথের বাকে এসেছিলে ওহে অঝোর ধারা বৃষ্টি
আমার মনের দুঃখ গুলতোমার বুকের চাদরে ঢাকতে
আমার চোখের স্বপ্ন নিয়ে তোমার দু’চোখে আকতে
আমার হৃদয়ের সুবাস নিয়ে তোমার শরীরে মাখতে
মনে কি পড়ে সে দিনের কথা ভাবিয়া ভাবিয়া হইতে দিশেহারা
এই ফুল নয় ঐ ফুল নয় কোন ফুলে গাঁথা মালা পড়াবে খোপাতে,

পরুক বৃষ্টির জল অঝোর ধারায় পরুক তুমি কিন্তু কান পেতে তা শুনুনা যদি পারো সব বিলিয়ে দিও
কি পেয়েছো হিসেব রেখনা
আজও খোলা জানালায় দাঁড়িয়ে বৃষ্টির জল ছুঁয়ে
নয়নের জল নীরবে মুছি আর ভাবি
প্রেম কখনোই হায় আসেনি নীরবে আমার ই দুয়ার প্রান্তে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন