সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

নায়ক জিৎয়ের সঙ্গে অর্ধযুগ ধরে সহবাস করতেন

ইউ বি টিভি ডেস্ক

নিজের তৈরি নিয়মে জীবনকে উপভোগ করা লাস্যময়ী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অনেকেরই অজানা, নায়ক জিৎয়ের সঙ্গে অর্ধযুগ ধরে সহবাস করতেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো প্রেম নিয়ে স্বস্তিকা জানান, জিৎয়ের সঙ্গে দুর্দান্ত প্রেম ছিলো তার। ৬ বছর একসঙ্গে ছিলেন তারা। আর এ সম্পর্কে মত ছিলো তার মেয়ে, মা এবং বোনের।
১৯৯৮ সালে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। কিন্তু দুই বছরের মধ্যেই ভেঙে যায় তাদের সংসার। দুধের শিশু কোলে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন এ অভিনেত্রী।
সংসার ভাঙার পরেই রূপালি দুনিয়ায় পা রাখেন স্বস্তিকা। ২০০৪ সালে ‘মাস্তান’ সিনেমায় অভিনয় করেন জিৎয়ের বিপরীতে। আর এ সময়েই প্রেমে পড়েন দুই তারকা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন