সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

গাজীপুরে অটো চালকের লাশ উদ্ধার

নাঈম গাজীপুর

গাজীপুরের সদর উপজেলায় গভীর গজারি বনের ভেতর থেকে রাসেল বেপারী (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকার বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল বেপারী রুদ্রপুর মধ্যপাড়া এলাকার স্থানীয় মৃত কাদির বেপারীর ছেলে। সে হোতাপাড়া থেকে আরপি গেট সড়কে অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রাসেল অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। পরে শনিবার ভোরে স্থানীয়রা বনের ভেতর একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের অটোরিকশাটি খোয়া গেছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন