রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

রামগঞ্জ প্রিমিয়ার লিগ ২৪-২৫ এর চ্যাম্পিয়ন ভাঙ্গামাল্লী ক্রিকেট একাডেমি

নীলফামারী জেলা প্রতিনিধি

প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়ে গেলো রামগঞ্জ প্রিমিয়ার লিগ ২৪ ও ২৫ এর ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে প্রথম বার মুখোমুখি হয় মোড়লের ডাঙ্গা বনাম ভাঙ্গামাল্লী ক্রিকেট একাডেমি।

টস জিতে ফিল্ডিং করার সিন্ধান্ত নেন ভাঙ্গামাল্লী ক্রিকেট একাডেমি। প্রথম ওভারে লাবীবের অসাধারণ বোলিং এবং আসিফ এর জোড়া উইকেটে, ভাঙ্গামাল্লী ক্রিকেট একাডেমিকে ১০ ওভার শেষে ৬৫ রানের টার্গেট দেন শক্তিশালী মোড়লেরডাঙ্গা একাদশ।

ব্যাটিং এ রাশেদ ও ফারুকে জুটিতে ততক্ষণে রান সংখ্যা অনেক, ফারুকের উইকেট পড়ার পর রাশেদের ঝড়ো ব্যাটিং এ ৬ ওভারেই শেষ করে ম্যাচ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন