রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ইউ বি টিভি ডেস্ক

আজারবাইজানে কনফারেন্স অব পার্টিস-২৯ (কপ-২৯) শীর্ষক জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাত ৮টা ৫ মিনিটে বিমানের চার্টার্ড (বিজি ১১০২) ফ্লাইটে বাকু থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে বিকালে ঢাকার উদ্দেশে বাকু ছাড়েন প্রধান উপদেষ্টা।

গত ১১ নভেম্বর আজারবাইজান সফরে যান ড. মুহাম্মদ ইউনূস। পরে ১৩ নভেম্বর বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন তিনি।

প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে স্বল্পোন্নত দেশের উচ্চ পর্যায়ের বৈঠকসহ সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।

বৃহস্পতিবার কপ-২৯ জলবায়ু সম্মেলনস্থলে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিনের স্ত্রী লু অ্যালকমিনও সম্মেলনের ভেন্যুতে প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন